একটি বাড়ি শুধু একটি বাড়ি নয় , একটি স্বপ্ন, একটি আশা এবং একটি ভালোবাসার স্থান। আমাদের এই বাড়ির মালিক জানান তিনি তার গ্রামে এরকম একটি বাড়ি বানাবেন যেখানে গেলে তিনি নীল আকাশ দেখতে পাবেন, মাঠের ঘাস দেখতে পাবেন, আর পুকুরের মাঝে বড়শি নিয়ে মাছ ধরতে পারবেন। ভোর বেলা তিনি বাড়ির চার পাশে হাটবেন এবং বিকেলে ব্যাডমিন্টন খেলবেন। শহুরে এই ইটকাঠের পরিবেশে প্রচন্ড ব্যস্ত থাকতে থাকতে ক্লান্ত মনের রিফ্রেশমেন্টের জন্য তিনি সেখানে গিয়ে থাকতে পারেন। আমরা চেষ্টা করেছি এমন একটি বাড়ির ডিজাইন করার জন্য যা উনার সকল স্বপ্নকে স্বার্থক করে তোলে।