এই বাড়ির মালিক একজন প্রবাসি। তিনি মাঝে মধ্যে বাড়িতে বেরাতে আসেন সপরিবারে। এছারা ঢাকায় উনার অনেক আত্মিয় স্বজন আছেন যারা বাড়িতে যান। কিন্তু বাড়িতে গিয়ে উনাদের থাকার খুবই প্রবলেম হচ্ছিলো। তাই উনারা একটি সুন্দর ডুপ্লেক্স বাড়ি নির্মানের পরিকল্পনার করছিলেন। উনারা প্রথমে আমাদের সাথে যোগাযোগ করেন। এর পরে আমরা প্রথমে কটিয়াদি গিয়ে জমিটি ভিজিট করি। এর পরেই ডিজাইন এর কাজ শুরু হয়। আশা করছি কিছুদিনের মধ্যেই প্রজেক্টটির কাজ শুরু হবে।