মাদারিপুরে এই প্রজেক্টটি করতে গিয়ে আমরা প্রথমে জমিটি ভিজিট করতে যাই। অসাধারণ সুন্দর লোকেশনে জমিটি অবস্থিত। দুই পাশেই রয়েছে দুইটি গুরুত্বপূর্ণ রাস্তা। আমাদের প্রতি টার্গেট ছিলো যাতে জমিটিতে এমন ভাবে ল্যান্ডস্কেপিং এর কাজ করতে হবে যাতে বর্তমান পুকুরটি রেখে বাড়ির সৌন্দর্য্যমন্ডিত করা যায়। বাড়িটিতে আলাদা ভাবে একতলা একটি বাড়ি করা হয়েছে পুকুরের অন্যপারে। পুকুরের দুইপারে বাড়ি দুটি রাখা হয়েছে। এক তলা বাড়িটিতে দুইটি বেড, এবং একটি বড় হলরুম রাখা হয়েছে যাতে সেখানে বাড়তি গেস্টদের নিয়ে মিটিং করা যায় অথবা অতিরিক্তি গেষ্টদের জায়গা দেয়া যায়। এছাড়া বাড়ির কেয়ারটেকারদের থাকার জন্য একটি ব্যবস্থা করা যায়। পুকুরটিতে যাতে মাছ ধরার ব্যবস্থা থাকে সেই ব্যবস্থা করা হয়েছে।