মনজ সাহেব একজন মালয়েশিয়া প্রবাসী।নিজের কষ্টার্জিত উপার্জনে পরিবারকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে তিনি দেশে বাড়ি নির্মাণের পরিকল্পনা করছেন।তার চাহিদা ও বাজেট অনুযায়ী একটি সুন্দর, কার্যকরী ও আধুনিক ডিজাইনের বাড়ির প্ল্যান আমরা তার জন্য সাজিয়ে দিচ্ছি — যাতে তিনি ফিরেই পেতে পারেন নিজের স্বপ্নের বাড়ি।