সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার মধ্যে নির্মিত হচ্ছে এই বাড়ীটি । চারদিকে নদী বেষ্টিত গ্রাম্য পরিবেশে সুইমিং-পুলসহ এই বাড়ীটি আধুনিক এক নির্মান স্থাপনা হতে যাচ্ছে। বাড়ীটির মালিক এই বাড়ীটির প্রত্যেকটি মালামাল সর্বোচ্চ পর্যায়ের দেয়ার ইচ্ছে পোষন করেছেন । তার রুচিশীলতার কথা চিন্তা করেই আমরা বাড়ীটির ডিজাইন কাজ সম্পন্ন করি এবং বাড়ীটির পুরো কন্সট্রাকশন কাজ আমরা সম্পন্ন করে চাবি বুঝিয়ে দিয়ে আসব ইনশা-আল্লাহ ।