অসাধারণ এই বাড়িটি নির্মিত হতে যাচ্ছে হবিগঞ্জের জগদীশপুরে। অনিন্দ সুন্দর প্রাকৃতিক বৈচিত্র সমৃদ্ধ হবিগঞ্জ জেলাতে কাজ করতে পেরে আমরা আনন্দিত। বাড়ির মালিক আমাদের জানান তিনি খুব সিম্পল এবং কম বাজেটের মধ্যে একটি তিন তলা বাড়ি নির্মাণ করতে চান যেখানে একটি ফ্লাট নিয়ে তিনি নিজে থাকবেন এবং বাকিগুলো তিনি ভাড়া দেবেন। আমরা সেই হিসেবে ডিজাইন শুরু করি। প্রথমে আমাদের টিম জগদীশপুরে গিয়ে জমি পরিমাপ করে সমস্ত ডিটেইলস নিয়ে আসে। তার পরেই আমরা ডিজাইন শুরু করি। ডিজাইন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলো সাধারণ ডিজাইনের মধ্যে সুন্দর কিছু একটা করা। আমরা সেটাই চেষ্টা করেছি। বাড়িটির নিচতলা এবং তিনতলাতে রয়েছে দুইটি করে ইউনিট। দোতলাতে রয়েছে একটি ইউনিট।