হাইরাইজ ভবনগুলো সাধারনত বানানো হয় বাণিজ্য কেন্দ্রিক। বেসমেন্ট এবং গ্রাঊন্ডফ্লোরসহ ৫ তলা বিশিষ্ট এই বাড়ীটি নির্মিত হচ্ছে আউসকান্দি রোড, নবীগঞ্জ, হবিগঞ্জ জেলায় । বাড়ির মালিকগন মর্ডান একটি ডিজাইন করাতে চাচ্ছিলেন যা তাদের রুচিশিলতা প্রকাশ করে। এর জন্যে উনারা বেছে নেন বর্ণা ইঞ্জিনিয়ারিংকে। আমরা প্রথমে উনার জমিটি ভিজিট করি। তারপর মাটি পরীক্ষা করে ডিজাইনের কাজ শুরু করি। আমরা চেষ্টা করেছি উনাদের স্বপ্নকে বাস্তবে ডিজাইনের পাতায় নিয়ে আসার জন্য।