এই বাড়িটি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় নির্মিত হচ্ছে। বাড়িটির মালিক স্থানীয় তরুণ ব্যাবসায়ী ও খুবই মর্ডান রুচির অধিকারী । তিনি মর্ডান লুক দিয়ে একটি ডুপ্লেক্স বাড়ি বানানোর জন্য মনস্থির করেন । আমরা প্রথমে হবিগঞ্জ গিয়ে ওনার জমিটি ভিজিট করে আসি। এর পরে ডিজাইন এর কাজ করি। বাড়িটির কাজ শুরু হয়ে গেছে । শ্রীগ্রই ভিডিওর মাধ্যমে বাড়িটির কাজের আপডেট তুলে ধরা হবে ।