মৌলভীবাজার সদরে আমাদের ডিজাইন এবং আমাদের কন্সট্রাকশন টীম দিয়ে এই বাড়ীটি নির্মিত হচ্ছে । এই বাড়িটির মালিক একজন উচ্চবংশীয় শিক্ষিত ফ্যামিলি । এই ফ্যামিলির প্রায় সবাই ডাক্তার। তাদের এই আভিজাত্যের কথা চিন্তা করেই মর্ডান লুকে এই বাড়িটির ডিজাইন করা।