আমাদের সবারই জন্মস্থানের প্রতি আলাদা একটা টান আছে। শেকড়ের টানে আমাদের জন্মস্থানে ফিরে আসতে হয় বারবার। এই বাড়িটিও শেকড়ের টানেই করা।এই বাড়িটির মালিক বৃহত্তর মৌলভীবাজারের একজন প্রভাবশালী লোক এবং মধ্যপ্রাচ্যের দেশ কাতারের একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী। ঢাকা শহরে কয়েকটি বাড়ি করার পরে উনি নিজের এলাকায় কিছু প্রজেক্ট করার চিন্তা ভাবনা করেন। উনার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণে উনি বেচে নেন বর্ণা ইঞ্জিনিয়ারিং কে। আমরা প্রথমে উনার রিকুয়ারমেন্ট নিয়ে উনার প্রজেক্টগুলো বাস্তবায়িত করার কাজ শুরু করি। এই বাড়ীটি নির্মিত হচ্ছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল সদর থানায়।উনি আমাদের দিয়ে এখন পর্যন্ত তিনটি বাড়ির ডিজাইন করিয়েছেন। এটি তার মধ্যকার প্রথম প্রজেক্ট। আমরা এই বাড়িটা কনস্ট্রাকশন ও করে দিচ্ছি।