ক্ল্যাসিকাল রাজকীয় ডিজাইনের এই বাড়ীটি নির্মিত হচ্ছে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় । এই বাড়ীটির মালিক মূলত একজন অ্যামেরিকা প্রবাসী কিন্তু তত্বাবধায়নে আছেন ওনার বাবা। যিনি একজন স্কুলের প্রধান শিক্ষক। তিনি স্বপ্ন দেখেন এমন একটা ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করবেন যে বাড়িটা তার গ্রামের মধ্যে সবচেয়ে নান্দনিক ডিজাইনের হবে।
তিনি অনেক দিন ধরে আমাদের কাজগুলো ফলো করেন। আমাদের কাজগুলো দেখে ওনার ভালো লাগে এবং আমাদেরকে দিয়েই তার স্বপ্নের বাড়িটি ডিজাইন করাবেন বলে মনস্থির করেন। আমরা প্রথমে তার জমি ভিজিট করে জমির সকল ডিটেইলস নিয়ে আসি এবং মনমুগ্ধকর একটি ডিজাইন করে দেই। ডিজাইন করা শেষে তিনি আমাদের উপর তার বাড়ির কন্সট্রা