আমার কাজের অন্যতম একটি পালক হিসেবে যুক্ত হতে যাচ্ছে এই বাড়ীটি । সিলেট শহরের অদূরে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নে নির্মিত হতে যাচ্ছে এই বাড়ীটি । এই বাড়ীটির মালিক অত্যন্ত রুচিশীল মানুষ । তিনি তার বাড়ীটির মাধ্যমে তার আভিজাত্যের প্রকাশ করতে চেয়েছেন ।
তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কাজগুলো দেখেন এবং আমাদের মাধ্যমে তার বাড়ীটির ডিজাইন এবং কন্সট্রাকশন করার ব্যাপারে আগ্রহী হন।
কাজের প্রথম পর্যায়ে আমরা তার জমিটি ভিজিট করি এবং ডিজাইনের কাজ শেষ করি । ডিজাইনের কাজ শেষে আমরা তার সাথে বাড়ীটির কন্সট্রাকশন এবং সুপারভিষনের জন্য চুক্তিবধ্য হই । ইনশাআল্লাহ্ আমরা আমাদের চুক্তির উল্লেখিত সময়ের মধ্যেই বাড়ীটির কাজ সম্পন্ন করতে পারব ।
ভবনটির ডিটেইলস : এই বাড়ীটির নিচের দুইতলায় ডুপ্লেক্স ইউনিট এর জন্য রাউইন্ড সিড়ি । আর উপরের দুই ফ্লোরে আবাসিক ইউনিট করা হয়েছে । এর জন্য বাইরের দিয়ে আলাদা সিড়ি করা হয়েছে ।