এই অসাধারণ বাড়িটি নির্মিত হতে যাচ্ছে সিলেট শহরের প্রাণকেন্দ্র শাহজালাল উপশহর এর ডি ব্লকে । বাড়ির মালিকগন চাচ্ছিলেন গতানুগতিক মর্ডান শেইপের বাহিরে গিয়ে একটি সিম্পল ক্ল্যাসিক্যাল শেইপ এর বাড়ি করতে । এর জন্যে উনারা বেঁচে নেন বর্ণা ইঞ্জিনিয়ারিংকে। আমরা প্রথমে উনার জমিটি ভিজিট করি এবং তারপর উনাদের চাহিদামতো বাড়িটির ডিজাইনের কাজ শুরু করি।ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই বাড়িটির কাজ শুরু হবে।