সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি । সবুজ চা বাগান, পাহাড়, নদী - ঝর্ণা, টিলা আর দিগন্তজোড়া সবুজ বৃক্ষ, নীল আকাশের নিচে অপরুপ মায়াবি আভা সিলেটকে করেছে রুপের রাণী। শিল্প, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক ভাবে সিলেট দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী জেলা। আমাদের এই প্রজেক্টটি নির্মিত হবে দ্বিতীয় লন্ডন খ্যাত সিলেট শহরের বাগবাড়ি এলাকায়। আমাদের এই ক্লায়েন্ট নিজেও একজন লন্ডন প্রবাসী। এই ক্লায়েন্ট নিয়মিত আমাদের কাজগুলো ফলোও করেন। বর্ণা ইঞ্জিনিয়ারিং-কে দিয়েই তার বাড়িটি ডিজাইন করার জন্য মনস্থির করেন এবং আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা প্রথমে তার জমি ভিজিট করে জমির সকল ডিটেইলস নিয়ে আসি এবং মনমুগ্ধকর একটি ডিজাইন করি।
গ্রাউন্ড ফ্লোরে রয়েছে-
গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে এবং রয়েছে একটি গার্ড রুম, কেয়ারটেকার রুম ও একটি টয়লেট।