পুণ্যভূমি বলা হয়ে থাকে বাংলাদেশের লন্ডন খ্যাত সিলেট শহরকে। এই প্রজেক্টটি নির্মিত হবে সিলেট শহরের খাদিমপাড়া এলাকায়। আমাদের এই ক্লাইন্ট বর্ণা ইঞ্জিনিয়ারিং-কে দিয়ে তার আধুনিক দৃষ্টিনন্দন বাড়িটি ডিজাইন করার ইচ্ছা পোষণ করেন। বর্ণা ইঞ্জিনিয়ারিং এর টিম প্রথমে উনার জমি ভিজিট করে এবং সব ডিটেইলস নিয়ে আসে। এবং মনমুগ্ধকর ও দৃষ্টিনন্দন একটি ডিজাইন করে দেই।