এই বাড়ীটি নির্মিত হচ্ছে সিলেট জেলার গোয়ালাবাজার এলাকায়। অনেক দিন থেকেই তিনি আমাদের কাজ গুলো ফলোও করেন এবং আমাদের দিয়ে কাজ করানোর ইচ্ছে পোষন করেন। তিনি আমাদের সাথে যোগাযোগ করে জিমিটি ভিজিট করতে বলেন। আমরা গোয়ালাবাজার গিয়ে উনার জমিটি ভিজিট করি। তারপর মাটি পরীক্ষা করে ডিজাইনের কাজ শুরু করি। আমরা ক্লায়েন্টের রিকয়্যারমেন্টের কথা মাথায় রেখে সর্বোচ্চ সেফটি এন্সিউওর করে বাড়ির ডিজাইন করে দেই ।