হযরত শাহজালাল (রঃ) এর স্মৃস্তি বিজড়িত পূণ্যভুমি সিলেটে এটাই আমাদের প্রথম পূর্ণাঙ্গ প্রজেক্ট। ক্লায়েন্টের চাহিদা ছিলো নিচ তলায় একটি ইউনিট এবং পার্কিং, দোতলাতে একটি ইউনিট পুরো ফ্লোর নিয়ে আর পরের তলা গুলোতে দুটি করে ইউনিট। আমরা প্রথমে সিলেট গিয়ে জমিটি দেখে আসি এবং তার পরে ঢাকা বসে ডিজাইন শুরু করি। জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কারণ একেবারের শহরের প্রাণকেন্দ্রে হওয়াতে জমিটি অত্যান্ত মূল্যবান সম্পত্তি হিসেবে বিবেচিত হয়েছে। বাড়ির মালিক নিজে দ্বিতীয়তলাতে থাকবেন, তাই সেটিকে বিশি গুরুত্ব দিয়ে সুন্দর করে গুছিয়ে ডিজাইন করা হয়েছে যাতে সেই ফ্লাটটির ফিনিশিং সুন্দর করে করা যায়। ভাড়াটিয়াদের ফ্লাটগুলো এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে তাদের বসবাসের জন্য কোন সমস্যা না হয়।