মায়ের প্রতি ভালোবাসা থাকুক এরকম সবসময় প্রতিটি মানুষের । আমাদের এই ক্লায়েন্ট তার মায়ের প্রতি ভালোবাসা থেকে এমন লাক্সারিয়াস ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করতে যাচ্ছেন। এই প্রজেক্টটি নির্মিত হবে রংপুর বিভাগের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়। ক্লায়েন্ট বর্ণা ইঞ্জিনিয়ারিং-কে দিয়ে তার লাক্সারিয়াস ডুপ্লেক্স বাড়িটি ডিজাইন করার ইচ্ছা পোষণ করেন। সেই লক্ষ্যে আমরা প্রথমে তার জমি ভিজিট করে জমির সকল ডিটেইলস নিয়ে আসি এবং মনমুগ্ধকর একটি ডিজাইন করি।
No gallery images available.
View All 3D Design