প্রবাসী এই ভাইয়ের বাড়ীটি নির্মিত হচ্ছে রাজশাহীর মেহেরকাদি এলাকায়। এই ভাইয়ের জমিটি ছিল খুবই সরু , সেই সাথে জমিটির পিছনে একটি বড় পুকুর। প্রবাসী ভাইয়ের অনেক স্বপ্ন ছিল বাড়ীটি নির্মান করার জন্য কিন্তু জমিটি সরু হওয়ার জন্য ভালো ডিজাইন করতে পারছিলেন না। অবশেষে তিনি আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা প্রথমে উনার জমিটি ভিজিট করি। তারপর মাটি পরীক্ষা করে ডিজাইনের কাজ শুরু করি। আমরা পাশের পুকুরের কথা মাথায় রেখে সর্বোচ্চ সেফটি এন্সিউওর করে বাড়ির ডিজাইন করে দেই । ইনশা আল্লাহ কিছুদিনের মধ্যেই উনার বাড়ির কাজ শুরু হবে।