আমার কাজের অন্যতম একটি পালক হিসেবে যুক্ত হতে যাচ্ছে এই বাড়ীটি । সুদূর নওগাঁ জেলার মান্দা উপজেলা থেকে একটা কল আসে আমার কাছে । ভদ্রলোক অনেক দিন থেকেই আমার কাজগুলো দেখতেন এবং আমাকে দিয়ে একটি ট্রিপ্লেক্স বাড়ি বানানোর জন্য মনস্থির করলেন। আমরা প্রথমে উনার জমিটি ভিজিট করে জমির ম্যাজারমেন্ট নিয়ে ডিজাইনের কাজ শুরু করি । ডিজাইন শেষে বাড়ীটির কাজ শুরু হয়ে গিয়েছে ।