আখিলা বাংলাদেশের পশ্চিমাঞ্চল আমের দেশ চাপাইনওয়াবগঞ্জ এলাকার একটি ছায়া সুনিবিড় ছোট সুন্দর গ্রাম। এই গ্রামেই বাস করেন একজন অসাধারন কৃষি উদ্যেক্তা। ঢাকা থেকে অনার্স সম্পন্ন করে চাকুরির পেছনে সময় নস্ট না করে তিনি গ্রামে গিয়েছেন। সেখানেই গরে তুলেছেন কোটি টাকার কৃষি ব্যাবসা। তার বাগানে এখন অন্যরা চাকুরি করছেন। তিনিই এখন তৈরি করছেন অসাধারন এই বাড়িটি। তিনি যেমন একজন সফল কৃষি উদ্দেক্তা ঠিক তেমনি একজন সৌখিন মানুষ। এই গ্রামে বেশিভাগ বাড়িই পুর্বেকার আমলের মাটির তৈরি বাড়ি। তিনি চেয়েছিলেন উনার বাড়িতে একটা অধুনিকতার সুন্দর ছোয়া থাকবে। তাই আমরা প্রথমে আখিলা যাই, গিয়ে জমি মেজারমেন্ট করে আসি। এর পরেই ডিজাইন এর কাজ করি। বর্তমানে বাড়িটি নির্মানের প্রস্তুতি যেমন মালামাল কেনা, মিস্ত্রি ঠিক করা সহ যাবতীয় কাজ চলছে। আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে।