এই ক্লায়েন্ট নিয়মিত আমাদের কাজ ফলো করেন এবং তার কাছে আমাদের কাজ ইউনিক মনে হয়। এজন্য তিনি বর্ণা ইঞ্জিনিয়ারিং-কে দিয়েই তার বাড়িটি ডিজাইন করার ইচ্ছা পোষণ করেন এবং আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা প্রথমে তার জমি ভিজিট করে জমির সকল ডিটেইলস নিয়ে আসি এবং সুন্দর একটি ডিজাইন করি।