কুষ্টিয়াতে বর্ণা ইঞ্জিনিয়ারিং এর প্রথম কাজ। চার তলা এই ভবনটি নির্মান করছেন তিনি একজন আইটি উদ্যেক্তা এবং সফল ফ্রিল্যান্সার। অসাধারন এই মানুষটি আমাদের জানান তিনি শুধা মাত্র উনার পরিবারের থাকার জন্য বাড়িটি বানাবেন। মোট ৬ টি পরিবার আলাদা ভাবে বসবাস করার মতন করে বাড়িটি ডিজাইন করা হয়েছে। আপাতত তিনটি পরিবার থাকবে কিন্তু ভবিষ্যতের কথা মাথায় রেখে বাকি কাজটুকু ডিজাইনের রাখা হয়েছে।প্রতি ফ্লোরে দুইটি ইউনিট করা হয়েছে। শুধুমাত্র দ্বিতিয় তলায় তিনি নিজে থাকার জন্য পুরো ফ্লোরটি নিয়ে ডিজাইন করা হয়েছে।