সামসুজ্জাম একজন প্রবাসী। দীর্ঘদিন বিদেশে থেকে সঞ্চয় করা অর্থ দিয়ে তিনি তাঁর বাবা–মায়ের জন্য একটি আরামদায়ক ও আধুনিক ডুপ্লেক্স বাড়ি নির্মাণের পরিকল্পনা করেন। বাবা–মায়ের বয়স, সুবিধা এবং আরামের বিষয়টি মাথায় রেখে তিনি এমন একটি বাড়ি বানাতে চান যেখানে তারা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। এই উদ্দেশ্যে তিনি আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করেন। আমরা তাঁর জমি পরিদর্শন করে প্রয়োজন অনুযায়ী একটি পরিকল্পিত, নান্দনিক ও কার্যকরী ডুপ্লেক্স বাড়ির ডিজাইন তৈরি করে দিই।