মোছারফ সাহেব একজন সুনামধন্য ব্যবসায়ী।অনেকদিন ধরেই তিনি স্থায়ী একটি আয়ের উৎস তৈরি করার কথা ভাবছিলেন। শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নেন অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করবেন—যেখানে ভাড়া দিয়ে নিয়মিত আয়ের একটি ব্যবস্থা গড়ে উঠবে।এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করেন।আমরা তার জমি ভিজিট করে জমির অবস্থান, রাস্তা, আলো–বাতাস, এবং ভবিষ্যৎ রেন্টাল সম্ভাবনা বিবেচনা করে একটি আধুনিক, আয়-উপযোগী অ্যাপার্টমেন্ট ডিজাইন করে দিই