ফরিদপুরের তলমা এলাকায় এটি আমাদের ২য় প্রজেক্ট।সেখানকার সুপরিচিত বার্কান্দাজ পরিবারের একজন সদস্য নতুন একটি বাড়ি নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন।প্রথমেই আমরা তার জমি সরেজমিনে পরিদর্শন করি জমির পরিবেশ, সূর্যের আলো-বাতাস, প্রবেশপথ, এবং বাড়ির সম্ভাব্য কাঠামো সবকিছু মূল্যায়ন করে দেখি।এরপর তার চাহিদা ও পরিবারের প্রয়োজন বুঝে আমরা একটি দৃষ্টিনন্দন, আধুনিক ও ব্যবহার উপযোগী বাড়ির ডিজাইন তৈরি করি।