মনোয়ার সাহেব একজন সৌদি প্রবাসী। দীর্ঘদিন পরিশ্রম করে দেশে কিছু পুঁজি গড়ে তুলেছেন, কিন্তু এখনো নিজের জন্য স্থায়ীভাবে থাকার মতো একটি বাড়ি তৈরির সুযোগ হয়নি। বহুদিন ধরেই তাঁর ইচ্ছে ছিল—নিজের একটি সুন্দর, প্রয়োজনে ভাড়া দিয়ে আয়েরও সুযোগ থাকবে এমন একটি বাড়ি নির্মাণ করবেন। যাতে দেশে ফিরলে পরিবার নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন, আর বাইরে থাকাকালীন সময়ে বাড়িটি থেকে অতিরিক্ত উপার্জনও নিশ্চিত হয়।এই লক্ষ্যকে সামনে রেখে তিনি আমাদের টিমের সাথে যোগাযোগ করেন। আমরা প্রথমে তাঁর জমি সরেজমিনে পরিদর্শন করি—লোকেশন, রাস্তার দিক, সূর্যালোক, বায়ু চলাচল এবং প্লটের সঠিক সম্ভাবনাগুলো পরীক্ষা করি। এরপর তাঁর প্রয়োজন, বাজেট এবং ভবিষ্যৎ আয়ের পরিকল্পনার সাথে মিল রেখে একটি আধুনিক, কার্যকর ও আয়-উপযোগী বাড়ির ডিজাইন তৈরি করি।