জামাল সাহেব একজন প্রবাসী। দীর্ঘদিন পর দেশে এসে তিনি বুঝতে পারেন নিজের একটি স্থায়ী ঠিকানা থাকা কতটা জরুরি। শুধু নিজে থাকা নয়, পাশাপাশি ভবিষ্যতে যেন বাড়তি ভাড়া থেকে অতিরিক্ত আয়ের একটি স্থায়ী উৎস তৈরি হয় এই দু’টি লক্ষ্য নিয়ে তিনি বাড়ি নির্মাণের পরিকল্পনা করেন। এই ভাবনা থেকেই তিনি আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করেন। প্রথমে আমরা তাঁর জমি সরেজমিনে পরিদর্শন করি এবং কীভাবে জায়গাটিকে সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করা যায় তা বিশ্লেষণ করি। এরপর তাঁর চাহিদা অনুযায়ী এমন একটি আধুনিক, নান্দনিক ও ভাড়া-উপযোগী বাড়ির ডিজাইন তৈরি করি, যা পরিবারিক ব্যবহারের পাশাপাশি ভবিষ্যতে নিয়মিত আয়ের পথও সুগম করবে। জামাল সাহেবের স্বপ্নের বাড়িটি যেন সুন্দর, মজবুত ও লাভজনক হয়—এই বিষয়টি মাথায় রেখেই আমরা পুরো পরিকল্পনা সাজাই।