মিজান সাহেব একজন প্রবাসী। বহুদিনের ইচ্ছা ছিল নিজের পরিবারকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও আধুনিক বাড়ি উপহার দেবেন। বিদেশে কতই না কষ্ট করে উপার্জিত টাকায় তিনি সবসময় ভেবেছেন, দেশে ফেরার পর পরিবারের সবাই যেন নিজেদের একটি সুন্দর বাড়িতে নিশ্চিন্তে থাকতে পারে।এই স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে মিজান সাহেব আমাদের টিমের সাথে যোগাযোগ করেন। প্রথমেই আমরা তার জমি পরিদর্শন করি, আশপাশের পরিবেশ, রোড অ্যাক্সেস, লাইট ভেন্টিলেশনসহ সবকিছুই ভালভাবে মূল্যায়ন করি। এরপর তার প্রয়োজন, পছন্দ এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনা করে পরিবারের জন্য একটি নান্দনিক, আধুনিক ও সর্বাধুনিক সুবিধাসম্পন্ন হোম ডিজাইন করে দিই।