বিল্লাল সাহেব একজন প্রবাশি। দীর্ঘদিন বিদেশে পরিশ্রম করে তিনি সবসময়ই স্বপ্ন দেখতেন—নিজের বাবা–মায়ের জন্য একটি সুন্দর, নিরাপদ ও শান্তিময় বাড়ি নির্মাণ করবেন। বহু বছর ধরে এই ইচ্ছাটা তার মনে থাকলেও ব্যস্ততার কারণে কখনো বাস্তবায়ন করা হয়নি।শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নেন, আর দেরি নয়—এবার বাবা–মায়ের জন্য নিজের জমিতেই একটি আধুনিক, আরামদায়ক ও নান্দনিক বাড়ি নির্মাণ করবেন। এই লক্ষ্যকে সামনে রেখে তিনি আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করেন।আমরা প্রথমে তার জমি পরিদর্শন করি, জমির ধরন ও অবস্থান বুঝে নেই, তারপর তার চাহিদা ও বাজেট অনুযায়ী একটি সুন্দর, টেকসই এবং ফ্যামিলি-ফ্রেন্ডলি হাউস ডিজাইন তৈরি করে দিই।