আফজাল সাহেব একজন প্রবাসী। দীর্ঘদিন বিদেশে পরিশ্রম করে তিনি সবসময় স্বপ্ন দেখেছেন নিজের পরিবারকে একটি সুন্দর, নিরাপদ এবং আধুনিক বাড়ি উপহার দেওয়ার। অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে তিনি আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করেন।আমরা প্রাথমিকভাবে তাঁর জমি পরিদর্শন করি, চারপাশের পরিবেশ, রোড ফেসিং, আলো-বাতাস, ভেইন্টিলেশন এবং স্পেস প্ল্যানিং বিবেচনা করে তাঁর প্রয়োজন অনুযায়ী একটি দৃষ্টিনন্দন ও কার্যকরী বাড়ির ডিজাইন প্রস্তুত করি।