শামীম আহমেদ একজন সফল ব্যবসায়ী। বহুদিন ধরেই তার ইচ্ছা ছিল—নিজের পরিবারকে নিয়ে একটি সুন্দর, নিরাপদ ও পরিপূর্ণ বাড়িতে থাকবেন। শহরের ভাড়া-বাড়ির ঝামেলা, জায়গা সংকট আর পরিবারের জন্য আলাদা প্রাইভেসির প্রয়োজন তাকে আরও বেশি উদ্বুদ্ধ করে।অবশেষে তিনি সিদ্ধান্ত নেন নিজেদের জমিতে একটি আধুনিক, আরামদায়ক বাড়ি নির্মাণ করবেন। ঠিক তখনই শামীম সাহেব আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করেন।আমরা প্রথমে তার জমি সরেজমিনে পরিদর্শন করি—জমির অবস্থান, রোড-ফেসিং, সূর্যালোক প্রবেশ, বায়ু চলাচল, নিরাপত্তা, এবং ভবিষ্যতে বাড়তি তলা করার সম্ভাবনাসহ সবদিক বিবেচনা করে।তারপর তার চাহিদা অনুযায়ী একটি নান্দনিক, কার্যকরী এবং ভবিষ্যত-উপযোগী বাড়ির ডিজাইন তৈরি করে দিই।