এই বাড়িটি নির্মিত হতে যাচ্ছে যশোর শহর থেকে সামান্য একটু দুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর একটু আগে আমবটতলা বাজারের পাশে মেইন রোড সংলগ্ন একটি বিশাল জমিতে। বিশাল এই জমিটির একেবারে পেছনের অংশটুকুতে আমরা ডিজাইনটি করি। আমরা প্রথবে যশোর গিয়ে জমি মেজারমেন্ট করি এবং সেই মেজারমেন্ট অনুসারে ডিজাইন এর কাজ শুরু করি। প্রতিটি ফ্লোরে চারটি ইউনিট করা হয়েছে এবং একটি ফ্লোরে বাড়ির মালিকদ্বয়ের থাকার জন্য দুইটি ফ্লাট করা হয়েছে। আমরা আশা করছি অল্পকিছুদিনের মধ্যেই বাড়িটির কাজ শুরু হবে।