এই হাই-রাইজ ভবনটি নির্মিত হতে যাচ্ছে যশোর জেলায় শার্শা উপজেলার বাঘাছড়া এলাকায়। এটি গ্রাউন্ড ফ্লোরসহ সাত তলা ভবন যার নিচতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত টিপিক্যাল ভবন এবং পঞ্চম ও ষষ্ট তলা নিজেরা থাকার জন্য একটি ডুপ্লেক্স । ভবনটির ছাদে সুইমিংপুল এবং হ্যালিপেড রয়েছে। প্রথমে আমাদের টীম উনার জমিটি ভিজিট করে , যেহেতু হাই-রাইজ ভবন তাই মাটি পরীক্ষা সম্পন্ন করে উনাদের চাহিদামতো বাড়িটির ডিজাইনের কাজ শুরু করি।ইনশাআল্লাহ আমরা বাড়ীটির কাজ ছবির মত বাস্তবেও সম্পন্ন করতে পারব ।