এই অসাধারণ মর্ডান হাইরাইজ বাড়িটি নির্মিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার, রিশিপারঘাট এলাকায়।বাড়ির মালিকগন চাচ্ছিলেন একটি ৫ তলা আবাসিক ভবন করতে যেখানে নিচতলা এবং দ্বিতীয় তলায় নিজেদের থাকার জন্য ডুপ্লেক্স এবং বাকি ফ্লোরগুলো থাকবে আবাসিক। আমরা প্রথমে উনার জমিটি ভিজিট করি এবং তারপর উনাদের চাহিদামতো বাড়িটির ডিজাইনের কাজ শুরু করি এবং মনমুগ্ধকর একটি ডিজাইন করে দেই।