এই অসাধারণ বাড়িটি নির্মিত হতে যাচ্ছে ইলিশের বাড়ি চাঁদপুরে। বাড়ির মালিক চাচ্ছিলেন একটি ৩ তলা আবাসিক ভবন করতে যাতে কমফোর্টনেস বেশি প্রাধান্য পাবে। আমরা প্রথমে উনার জমিটি ভিজিট করি এবং তারপর উনাদের চাহিদামতো বাড়িটির ডিজাইনের কাজ শুরু করি।মালিকের চাহিদা অনুযায়ী কমফোর্ট এবং সিমপ্লি গর্জিয়াসনেস এর কথা মাথায় রেখে আমরা ডিজাইনটি প্রস্তুত করি।