খুব স্বল্প জায়গার মধ্যে এই ডুপ্লেক্স বাড়িটির ডিজাইন করা হয়। এই প্রযেক্টটি নির্মিত হবে চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা সদরে। এই ক্লায়েন্ট অনেক দিন ধরে আমাদের ফেসবুক পেইজ ফলো করেন এবং আমাদের কাজগুলো দেখে তিনি স্থির করেন যে, আমাদেরকে দিয়েই তার স্বপ্নের বাড়িটি ডিজাইন করাবেন। তাই তিনি আমাদের সাথে যোগাযোগ করে জমিটি ভিজিট করতে বলেন। আমরা প্রথমে তার জমি ভিজিট করে জমির সকল ডিটেইলস নিয়ে আসি এবং স্বল্প পরিমাণ জায়গায় মনমুগ্ধকর একটি ডিজাইন করে দেই।