জনাব আবু তায়্যব রাসেল সাহেব একজন পরিশ্রমী ও স্বপ্নবাজ প্রবাসী। দীর্ঘদিন বিদেশে থেকে পরিবারের জন্য কিছু করতে পারার ইচ্ছা তাঁর মনে সবসময়ই ছিল। নিজের পরিবারের জন্য একটি সুন্দর, শান্ত ও আরামদায়ক বাড়ি নির্মাণের লক্ষ্য নিয়ে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর স্বপ্ন, তাঁর বাবা–মা ও পরিবার যেন নিরাপদ ও সুখে বসবাস করতে পারেন—ঠিক সেই চিন্তা থেকেই তিনি এই বাড়ি নির্মাণের উদ্যোগ নেন। আমরা তাঁর জমি সরেজমিন পরিদর্শন করে, তাঁর চাহিদা ও স্বপ্ন অনুযায়ী একটি মনোমুগ্ধকর ও কার্যকরী ডিজাইন তৈরি করি।