জনাব জলিল সাহেব একজন সন্মানিত ও সুনামধন্য ব্যবসায়ী।নিজের পরিবারের জন্য একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করার উদ্দেশ্যে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন। বহুদিনের লালিত সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে তিনি আমাদের টিমের প্রতি আস্থা রেখে সামনে এগিয়ে আসেন।আমরা তাঁর জমি সরেজমিনে পরিদর্শন করি—জমির অবস্থান, দিকনির্দেশ, পরিবেশ, আলো-বাতাস ও ভবিষ্যৎ ব্যবহারযোগ্যতা সবকিছু বিবেচনা করে। এরপর তাঁর প্রয়োজন, পছন্দ এবং স্বপ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সুন্দর, আধুনিক ও কার্যকর বাড়ির ডিজাইন তৈরি করে দিই।