জনাব গোলজার হোসেন একজন স্বনামধন্য ব্যবসায়ী।নিজের সাধের জন্য এবং অবসর সময় কাটানোর মতো একটি শান্ত–সুশান্ত বাড়ি নির্মাণের ইচ্ছা ছিল তাঁর। তিনি এমন একটি বাড়ি চান যার ডিজাইন হবে সম্পূর্ণ ইউনিক ও আধুনিক। এই লক্ষ্যে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমরা তাঁর জমি সরেজমিনে পরিদর্শন করে স্থান ও পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে তাঁর জন্য উপযোগী ডিজাইন তৈরি করে দিই।