কুলসুম বেগমের পরিবারসহ সবাই আমেরিকান প্রবাসী এবং বর্তমানে তারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। নিজেদের জন্য বাংলাদেশে একটি বাড়ি নির্মাণের ইচ্ছা থেকেই তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের পরিকল্পনা ও চাহিদা অনুযায়ী আমরা প্রয়োজনীয় দিকনির্দেশনা ও নকশা প্রণয়নের কাজ সম্পন্ন করি।